বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জের বাস্তবায়নে বিগত ৫ নভেম্বর ২০২৩ তারিখে কিশোরগঞ্জ শহরে অবস্থিত কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও তমালতলা প্রাথমিক বিদ্যালয়ে প্রর্দশিত হয়ে গেলো “পুতুলনাট্য”। উক্ত প্রযোজনা সংক্রান্ত তথ্য সমূহ নিম্নরূপ:
১) প্রযোজনার নামঃ পল্লী বাংলা পুতুল নাচ (ভানুমতির পালা)
কাহিনী সংক্ষেপঃ ভানুমতির ৩০ বছর বয়স হয়েছে কিন্তু তার বিয়ে হয়নি। সে বিশ্বসুন্দরী ছিলেন। তার কোন বিয়ে সাদি হয়নি। সে পাত্র খুজতে মানুষের দ্বারে দ্বারে ফিরছিলেন। তার কোন টাকা পয়সা নাই, মানুষের সহযোগীতায় ভানুমতির বিয়ে হয় ৩২ বছর বয়সে।
২) শিল্পী ও কলাকুশলিদের নামঃ মাস্টার আনোয়ার, শাকিল মাহমুদ, খাদিম মিয়া, শফিকুল।
৩) দলের পরিচিতিঃ পল্লী বাংলা পুতুল নাচ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস